প্রধানমন্ত্রীর বক্তব্যে ধর্মব্যবসায়ীদের মুখোশ উন্মোচিত হয়েছে : ওবায়দুল কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর বক্তব্যে ধর্মব্যবসায়ীদের মুখোশ উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ কথা জানান তিনি। হেফাজত নেতার নৈতিক অবনমনের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে তথ্যনির্ভর এবং প্রকৃত সত্যের উদঘাটন বলেও জানান ওবায়দুল কাদের। হেফাজত নেতার অনৈতিক ঘটনার সমর্থনে দেশের বিভিন্ন স্থানে হামলা,অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীর স্বরুপ উন্মোচিত হয়েছে জানিয়ে তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এদেশের ইসলাম প্রিয় জনগণ কখনোই ধর্মকে অধর্ম চর্চার হাতিয়ারে পরিণত করতে দেবে না। এছাড়া উদাসীনতা না দেখিয়ে সকলকে শতভাগ মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলতে আবারও আহবান জানান ওবায়দুল কাদের।