প্রধানমন্ত্রীর ওয়াদা অনুযায়ী সংসদে কোরান-সুন্নাহ বিরোধী কোনো আইন পাস হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৮:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
- / ১৬১১ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রীর ওয়াদা অনুযায়ী সংসদে কোরান-সুন্নাহ বিরোধী কোনো আইন পাস হবে না। রাজধানীতে এক সম্মেলনে এ কথা বলেন তিনি।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে জাতীয় সংসদে দৃষ্টান্তমূলক শাস্তিসহ আইন পাস করার দাবিতে ওলামা মাশায়েখ সম্মেলন করে হেফাজতে ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মুহিববুল্লাহ বাবুনগরীসহ অনেকে। এতে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা ও বন্দিমুক্তিসহ চার দফা দাবি তুলে ধরেন তারা। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুরআন, সুন্নাহ বাইরে কোন আইন হবে না। প্রপাগান্ডার মাধ্যমে নৈরাজ্য চালাতে চাইলে, সরকার সাথে সাথে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে বলেও জানান মন্ত্রী।





















