প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য উপহার দিল চীনা প্রেসিডেন্ট
- আপডেট সময় : ০৯:১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য উপহার দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং। সোমবার গণভবনে এই উপহার হস্তান্তর করা হয়।
চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসময় শিজিং পিংয়ের বইও হস্তান্তর করা হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিবশতবর্ষ উপলক্ষে অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তিনি ঢাকায় আসতে না পারলেও ভিডিও বার্তা পাঠাবেন বলে জানান চীনের রাষ্ট্রদূত। এরপর সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী পার অলসন ফ্রিদ গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় করোনা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করেন পার অলসন ফ্রিদ।