প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করার মামলায় ইমন নামে এক যুবক গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করার মামলায় ইমন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গেলো রাত ১০ টার দিকে উপজেলার কাচিনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় । ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইন উদ্দিন জানান, গত শুক্রবার দিন যুবক ইমন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন ভাষায় স্ট্যাটাস দেয়। পরে শনিবার সকালে সেই কটুক্তির প্রতিবাদে ইমনকে আসামী করে উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুণ ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা দায়ের করেন।