প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এডিবি’র ভাইস প্রেসিডেন্ট

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
- / ১৯০৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এডিবি’র ভাইস প্রেসিডেন্ট শিজিন চেন। সকালে গণভবনে দেখা করার সময় ডেল্টা প্ল্যান বাস্তবায়নসহ কানেকটিভিটি, বাণিজ্য সুবিধা এবং জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে এডিবি’র সহায়তা চান প্রধানমন্ত্রী।
স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা এ সময় বলেন, এই উত্তরণকাল মোকাবেলায় সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে। করোনা মহামারী সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন এডিবির ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, কোভিড-নাইন্টিন মহামারী পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ উদাহরণ সৃষ্টি করেছে। বাংলাদেশে ৭ শতাংশ জিডিপি অর্জন করবে। এমন আশা করে তিনি বলেন, এডিবি সব সময় বাংলাদেশের পাশে থাকবে এবং গ্রাম ও নগর উন্নয়নে সহযোগিতা করবে।