প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ এর নিয়মিত সভা অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১০:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / ১৯৮৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ এর নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সচিবালয়ে মন্ত্রিসভার সদস্যরা এতে অংশ নেন। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে ভার্চুয়ালি যোগ দেন।
সভার প্রথমেই জাতিসংঘের ২৬তম জলবায়ু সম্মেলনে যোগদান ও যুক্তরাজ্য এবং ফ্রান্সে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফর সম্পর্কে অবহিত করা হয়। তিন সপ্তাহ বিরতির পর বসা এ সভায় দেশের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, করোনার টিকা সার্বজনীন করার বিষয়ে বৈশ্বিক প্লাটফর্মে জোরালো দাবি জানিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় জানান, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশকে আর্থিক ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে ফ্রান্স। এছাড়া, চলমান উন্নয়ন প্রকল্প বিষয়ে খোঁজ নেন এবং ওগুলোর ব্যয় ও সময়সীমা পরিমিত রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী।























