প্রধান শিক্ষিকাকে লাঞ্ছিত করার ঘটনায় দপ্তরি রকিব আটক
- আপডেট সময় : ০৬:৫৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গফরগাঁওয়ে স্কুল পরিষ্কার করতে বলায় প্রধান শিক্ষিকা নিলুফা খানমকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় দপ্তরি মোহাম্মদ রকিব খানকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, মারধরের ঘটনায় আটক রকিবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রধান শিক্ষিক নিলুফা খানম বেলা সাড়ে ৩টার দিকে মামলা করেন। শনিবার তাকে আদালতে উপস্থিত করা হবে। প্রধান শিক্ষিকার বরাত দিয়ে ওসি রাশেদুজ্জামান আরো জানান, করোনায় বিদ্যালয় বন্ধ থাকলেও শিক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দিচ্ছেন ও সংগ্রহ করছেন। বৃহস্পতিবার সকাল থেকেই এ কাজে ব্যস্ত ছিলেন নিলুফা খানমসহ বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বেলা ২টার দিকে দপ্তরি রকিব স্কুলে এলে তাকে বিদ্যালয় পরিষ্কার করতে বলেন নিলুফা। এতে রকিব ক্ষিপ্ত হলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রধান শিক্ষিকাকে কিল-ঘুষি দিয়ে লাঞ্ছিত করে রাকিব।























