প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না: পরিকল্পনা উপদেষ্টা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / ১৬১৭ বার পড়া হয়েছে
প্রধান উপদেষ্টা দায়িত্ব ছাড়ছেন না এবং তিনি কোথাও যাচ্ছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, “আমাদের অর্পিত দায়িত্ব একটি বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না।”
আজ শনিবার (২৪ মে) দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা কোথাও যাচ্ছেন—এমন কোনো কথা তিনি বলেননি। বরং তিনি অবশ্যই থাকছেন। সরকারের চলমান কর্মকাণ্ডে আমরা সক্রিয়ভাবে যুক্ত রয়েছি এবং থাকবো।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে প্রধান উপদেষ্টাকে ঘিরে কিছু গুজব ছড়িয়ে পড়েছিল। আজকের এই বক্তব্যের মাধ্যমে সেসব গুজবের অবসান হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
__ ডিজিটাল ডেস্ক