প্রথমবারের মতো আর্মি লেভেল লজিস্টিক এফটিএক্স পরিচালিত হচ্ছে: সেনাপ্রধান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ সেনাবাহিনীকে বিশ্বমানের করে গড়ে তুলতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো আর্মি লেভেল লজিস্টিক এফটিএক্স পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।
সকালে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।সেনাপ্রধান বলেন, অতীতের যে কোন সময়ের চেয়ে সেনাবাহিনী এখন প্রশিক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এই প্রথমবারের মতো লজিস্টিক এফটিএক্স সেনাবাহিনী পর্যায়ের প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। এটি প্রমাণ করে প্রশিক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বে শান্তিরক্ষা প্রেরণকারী দেশ হিসেবে শীর্ষে রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল হামিদুল হক।