প্রতিটি থানাকে জনগণের আস্থা ও বিশ্বাসের জায়গায় পরিণত করতে পুলিশ সদস্যদের কড়া নির্দেশ

- আপডেট সময় : ০৯:১৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
প্রতিটি থানাকে জনগণের আস্থা ও বিশ্বাসের জায়গায় পরিণত করতে পুলিশ সদস্যদের কড়া নির্দেশ দিয়েছেন আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি।
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৭তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের মৌলিক সেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন সময় আইন সংস্কার করেছে। তাই আইনের শাসন নিশ্চিত করতে পুলিশকেই সবার আগে এগিয়ে আসতে হবে। মামলার বাদী, ভিকটিম ও সাক্ষীদের নিরাপত্তাসহ অর্পিত দায়িত্ব নির্মোহভাবে পালনেরও আহ্বান জানান আইজিপি। এরআগে, তিনি পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন। কুচকাওয়াজে অভিভূত হয়ে তিনি এই ব্যাচের এক হাজার ৭৫৯ জনের প্রত্যেককেই ১০ হাজার টাকা করে পুরস্কার প্রদানের ঘোষণা দেন। পরে তিনি প্রশিক্ষণে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন।