প্রতিটি জেলায় নির্মাণ করা হচ্ছে পানি পরীক্ষাগার ও শোধনাগার : তাজুল ইসলাম
- আপডেট সময় : ০৮:১৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, সারাদেশের মানুষকে গুণগত ও মানসম্মত নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে প্রতিটি জেলায় পানি পরীক্ষাগার ও পানি শোধনাগার নির্মাণ করা হচ্ছে। পানি সংকটের গুরুত্ব অনুধাবন করে অপচয় রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী।
সকালে ঢাকার একটি হোটেলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত বিশ্ব পানি দিবসের সেমিনারে একথা বলেন এলজিআরডি মন্ত্রী। তিনি জানান, জাতিসংঘের এসডিজি লক্ষ্যমাত্রা বাস্তবায়নে ২০৩০ সালের মধ্যে সামগ্রিক পানি ব্যবহারের ৭০ শতাংশই হতে হবে ভূপৃষ্ঠের। আর ভূগর্ভস্থ পানি ব্যবহার করা যাবে সর্বোচ্চ ৩০ শতাংশ। কিন্তু জাতিসংঘের দেয়া এই লক্ষ্যমাত্রা ২০৩০ সালের আগেই বাস্তবায়ন করতে পারবে বাংলাদেশ। দেশের কৃষিতে এবং নগর জীবনে ভূগর্ভস্থ পানির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় পানির স্তর দ্রুত নিচে নেমে যাওয়ায় ভূমিকম্পের আশংকা ও আর্সেনিক দূষণসহ নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে বলেও জানান তিনি। শহর-নগর এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলে নিরাপদ পানি পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বেশকিছু মেগা প্রকল্প হাতে নেয়া হয়েছে।























