প্রতি বছরের মতো এবারেও চারুকলা অনুষদের বকুলতলায় নবান্ন উত্সব শুরু হয়েছে
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১১:১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
 - / ১৬৫১ বার পড়া হয়েছে
 
প্রতি বছরের মতো এবারেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় নবান্ন উত্সব শুরু হয়েছে।
জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের উদ্যোগে শুরু হওয়া এই উৎসবে সকালে নবান্ন কথন পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নাট্যজন ফেরদৌসী মজুমদার। বক্তব্য রাখেন নবান্নোৎসব উৎসব পর্ষদের যুগ্ম আহ্বায়ক নাঈম হাসান সুজা। সভাপতিত্ব করেন নবান্নোৎসব পর্ষদের চেয়ারপার্সন নৃত্যশিল্পী লায়লা হাসান। সকাল সাড়ে নয়টায় চারকলা অনুষদ বকুলতলা থেকে নবান্ন শোভাযাত্রাট বের হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে শোভাযাত্রাটি আবার অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।
																			
																		












