প্রতারণা করে ২৭টি বিয়ে করা মামুন এবার ধরা পড়লো র্যাবের হাতে

- আপডেট সময় : ০৭:৩৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
ছদ্মনামে প্রতারণা করে ২৭টি বিয়ে করা মামুন এবার ধরা পড়লো র্যাবের হাতে। এরশাদ শিকদারের অন্যতম সহযোগী প্রতারক মামুন ঢাকার বিভিন্ন হাসপাতালে গড়ে তুলেছেন দালাল চক্র। এই চক্রের খপ্পড়ে পরে প্রতিনিয়তই রোগিরা ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানালেন রের-২ এর অধিনায়ক খন্দকার সাইফুল আলম। এদিকে কোরবানির পশুর হাটে পাইকার ও ক্রেতার কাছে থেকে ভূয়া ডিবি পরিচয়ে অর্থ হাতিয়ে নেয়া ৪ প্রতারককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আলাদা সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইন শৃঙ্খলা বাহিনী।
করোনা মহামারিতে এক শ্রেণীর দালাল চক্র কয়েকটি হাপাতালের কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে রোগি ভর্তি এবং অ্যাম্বুল্যান্স ভাড়া করে দেয়ার নামে কমিশন বাণিজ্যে রিপ্ত রয়েছে। এতে হেনস্তার শিকার হচ্ছেন রোগী এবং তাদের স্বজনরা।এই চক্রের মূল হোতা, কুখ্যাত খুনী এরশাদ সিকদারের অন্যতম সহযোগী মামুনসহ চক্রের ৩ সদস্যকে গেলো রাতে শ্যামলী থেকে গ্রেফতার করে রেব।
রেব-২ এর অধিনায়ক খন্দকার সাইফুল আলম জানান, ভূক্তভোগীদের অভিযোগে মামুনের বিষয়ে তদন্তে ওঠে আসে চাঞ্জল্যকর সব তথ্য। তার যৌন হয়রানীর শিকার হয়েছে স্বজনদের সাথে হাসপাতালে আসা অসংখ্য নারী। ভয়ংকর এই প্রতারক ছদ্মনাম ব্যবহার করে ছলছাতরীর মাধ্যমে করেছেন ২৭টি বিয়েও।
এদিকে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কোরবানীর পশু হাটের ব্যবসায়ী ও ক্রেতাদের কাছ থেকে ভূয়া ডিবি পরিচয়ে অর্থ ডাকাতির প্রস্তুতি কালে ৪ জনকে গ্রেফতারের তথ্য তুলে ধরা হয়।ঈদুল আযহাকে সামনে রেখে অর্থ লেনদেন ও চেকপোষ্টে পুলিশের পরিচয় জানতে নগরবাসীকে পরামর্শ দেন ডিবির এই কর্মকর্তা