প্রণোদনার বীজ ও সার যথাযথ ব্যবহার করায় আউশের উৎপাদন বেড়েছে : খাদ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
সরকারের দেয়া প্রণোদনার বীজ ও সার যথাযথ ব্যবহার করায় আউশের উৎপাদন বেড়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
দুপুরে নওগাঁর পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ক্ষুদ্র ও প্রান্তিক ১১০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন মন্ত্রী। তিনি বলেন, সারা বিশ্বে সারের দাম বাড়লেও সরকার ভর্তূকি মূল্যে কৃষককে সার পৌঁছে দিচ্ছে। দেশের বিজ্ঞানীরা উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করে কৃষকের কাছে নিয়ে গেছেন। যে কারনে জমি কমলেও কৃষকের উৎপাদন বেড়েছে। পরে, মন্ত্রী ৫০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ এবং ২১০ মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষা বৃত্তির চেক তুলে দেন।