পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিজয় থেকে বিএনপি শিক্ষা নিবেঃ ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
- / ১৬২৪ বার পড়া হয়েছে
পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ও ভোটের ব্যবধান থেকে বিএনপি ভবিষ্যতে শিক্ষা নিবে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে চারদিন ব্যাপী অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে দেয়া ভার্চুয়াল বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। বিএনপি নেতারা কোন দোষ খুঁজে না পেয়ে ভোটের ব্যবধান বেশি নিয়ে মিথ্যা অভিযোগ করছে বলেও জানান ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, বিএনপি নেতারা ভোট কেন্দ্রে না এসে এবং কোন রকম প্রচার না চালানোর ভোটারদের আস্থা হারিয়েছে। এ সময় শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের কারনেই আওয়ামী লীগের প্রার্থীগণ বেশি ভোটে জয়ী হয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।























