পোর্ট এলিজাবেথ টেস্টে বড় লিডের পথে দক্ষিণ আফ্রিকা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১২:৪১ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
পোর্ট এলিজাবেথ টেস্টে বড় লিডের পথে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিনে তিনশ’ ছাড়িয়েছে প্রোটিয়াদের লিড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে স্বাগতিকরা। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ ৩ উইকেটে ১০৯ রান।
বাংলাদেশকে ফলোঅনে ফেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ৬০ রানের উদ্বোধনী জুটি গড়েন ডিন এলগার ও সারিল আরউই। ২৬ করে এলগার ফিরলে ভাঙ্গে এই জুটি। এরপর ১৪ রানের কেগান পিটার্সেনকে ফেরান তাইজুল ইসলাম। আর ৪১ রানে আউট হন আরউই। এর আগে, প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে বাংলাদেশ। ৫ উইকেটে ১৩৯ রানে দিন শুরু করা বাংলাদেশকে আলোর পথ দেখাতে পারেননি কেউই। মুশফিকের ৫১ রান ইনিংসে সর্বোচ্চ। ৪৬ করে ইয়াসির আলী ফিরলে দ্রুত অলআউট হয় সফরকারীরা। ৩টি করে উইকেট নেন সিমন হার্মার ও উইয়ান মুল্ডার। প্রথম ইনিংসে ৪৫৩ রানে অলআউট হয়েছিলো দক্ষিণ আফ্রিকা।
























