পেঁয়াজ চাষিদের স্বার্থ রক্ষায় আগামী তিন বছরের মধ্যে পেঁয়াজ রপ্তানি করতে চায় সরকার :বাণিজ্যমন্ত্রী

- আপডেট সময় : ০৯:০১:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
পেঁয়াজ চাষিদের স্বার্থ রক্ষায় আগামী তিন বছরের মধ্যে পেঁয়াজ রপ্তানি করতে চায় সরকার বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২০ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও হটলাইন উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, কৃষকরা যেনো প্রতি কেজি পেঁয়াজ ২০ থেকে ২৫ টাকায় বিক্রি করতে পারে আমরা সেদিকে লক্ষ্য রাখবো।তাদের স্বার্থ রক্ষার্থে যা যা করা দরকার সেটাই করবে সরকার। আমরা মাঠ সার্ভে করেছি। আমাদের দেশে পেঁয়াজ উৎপাদন খরচ প্রায় ১৬ থেকে ১৭ টাকা। আমরা প্রতিদিন শুধু আমাদের মার্কেটই নয়, ভারতের মার্কেটের দিকেও নজর রাখছি।অনুষ্ঠানে বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি গোলাম রহমান, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।