পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআইসহ ২ জন নিহত
- আপডেট সময় : ০৫:৪৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামে মাইক্রোবাস চাপায় কাজি মোহাম্মদ সালাউদ্দিন নামে পুলিশের এক এএসআই নিহত হয়েছে।
পুলিশ জানায়, সকালে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে কাপ্তাই রাস্তা এলাকায় চেকপোস্ট বসায় পুলিশের একটি টিম। একপর্যায়ে একটি দ্রুতগামী মাইক্রোবাসকে থামার সিগনাল দেয় পুলিশ। কিন্তু মাইক্রোর চালক গাড়িটি না থামিয়ে চেকপোষ্ট ভেঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় এ.এস.আই সালাউদ্দিন মাইক্রোবাসটির সামনে দাড়িয়ে থামানোর চেষ্টা করে। কিন্তু মাইক্রোবাসটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সালাউদ্দিন চাঁন্দগাও থানায় কর্মরত ছিলেন।
এদিকে, ঝিনাইদহ সদর উপজেলার ঝপঝপিয়া এলাকায় বাস চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছে। পুলিশ জানায়, সকালে পান ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন ও জামিরুল ইসলাম মোটর সাইকেলযোগে হলিধানী থেকে শহরের নতুন হাটখোলা পান বাজারে যাওয়ার পথে ঝপঝপিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর হোসেন মারা যান।




















