পৃথক ঘটনায় গাইবান্ধা, সিরাজগঞ্জ ও যশোরে তিন জন খুন

- আপডেট সময় : ০৫:৩৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
গাইবান্ধায় আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জড়িত সন্দেহে স্থানীয় আওয়ামী লীগের ওই উপ-দপ্তর সম্পাদককে আটক করা হয়েছে। এছাড়া সিরাজগঞ্জ ও যশোরে খুন হয়েছেন আরো দুজন।
এলাকাবাসী জানায়, বেশ কিছুদিন ধরে সুদের টাকার জন্য হাসান আলীকে নিজ বাসায় আটকে রাখেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মাসুদ রানা। এ নিয়ে সদর থানায় সালিসও হয়। শনিবার দুপুরে ওই বাসা থেকেই হাসান আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি হত্যা, না আত্মহত্যা, তা ময়নাতদন্তের পরই জানা যাবে বলে জানান সদর থানার ওসি।
সিরাজগঞ্জের কামারখন্দে বাড়ী ফেরার পথে দুর্বৃত্তদের সশস্ত্র হামলায় নিহত হয়েছেন খোকা শেখ নামে এক ব্যক্তি। সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পারিবারিক কলহের জেরে যশোরে ছেলের লাঠির আঘাতে খুন হন বাবা। তার নাম সরোয়ার হোসেন। এ ঘটনায় নিহতের ছেলে নয়ন হোসেনকে আটক করেছে পুলিশ।