পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নাটঘরে জোড়া খুন হয়

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
- / ১৭৯১ বার পড়া হয়েছে
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নাটঘরে জোড়া খুন হয় বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে আসামী রাব্বী।
জবানবন্দিতে রাব্বী জানায়, গেলো ১৭ ডিসেম্বর রাতে এরশাদুলকে হত্যা করতে বের হন নজরুল ও রাব্বি। ঘটনাস্থলে পৌঁছে রাব্বি তার মোটর সাইকেল দিয়ে এরশাদুলের গাড়ি বেরিকেড দেয়। এরশাদুল ও বাদলকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি চালায় নজরুল। এরশাদ ও বাদল তখন গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। পরে পৈরতলা-কাউতলী হয়ে সুলতানপুরে গেলে নজরুল আলাদা পথে যান। কসবায় আত্মগোপন করে রাব্বী। এর মধ্যে বেশ কয়েকবার ভারতে পালানোর চেষ্টা করেছিলো বাব্বী। আশরাফুল ইসলাম রাব্বী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।