পুলিশের সেবাকে জনগণের দোরগোরায় নিয়ে যাওয়ার নির্দেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
- / ১৬১৯ বার পড়া হয়েছে
পুলিশের সেবাকে জনগণের দোরগোরায় নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার মাহবুবুর রহমান।
সকালে নগরীর কোতোয়ালী থানায় সেবা সেডের উদ্বোধন করতে গিয়ে এই নির্দেশনা দেন তিনি। তিনি আরো বলেন, পুলিশকে নিয়ে জনগণের মাঝে একটি ভ্রান্ত ধারনা ছিলো দীর্ঘদিন। কিন্তু এখন তা থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। আর এর জন্য সরকারের সহযোগিতার পাশাপাশি পুলিশ কর্মকর্তাদের আন্তরিকতা ইতিবাচক ভুমিকা পালন করেছে। চট্টগ্রামের কোতোয়ালী থানার নেয়া- হ্যালো ওসি এখন দেশের রোল মডেল হিসেবে চিহ্নিত হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউসিবি ব্যাংকের চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রণি এবং চট্টগ্রাম দক্ষিণের উপ-পুলিশ কমিশনার মেহেদী হাসান।














