পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ইকবাল নামে একজন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫০:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
- / ১৬২৩ বার পড়া হয়েছে
ফেনীর সোনাগাজীতে ডিবি পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ইকবাল নামে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি সে আন্ত:জেলা ডাকাত সর্দার।
পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে গোয়েন্দা পুলিশ ও সোনাগাজী মডেল থানা পুলিশ ছাড়াইতকান্দি গ্রামে যৌথ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাত সর্দার ইকবাল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। তার সহযোগিরা পালিয়ে যায়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। নিহত ডাকাত ইকবাল পূর্ব ছাড়াইতকান্দি গ্রামের মৃত আবদুর রব এর ছেলে। তার বিরুদ্ধে ফেনী, নোয়াখালী ও চট্রগ্রাম জেলার বিভিন্ন থানায় হত্যা ডাকাতির ৩৭ টি মামলা রয়েছে।