পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে চট্টগ্রাম ও সাতক্ষীরায় দু’জন নিহত

- আপডেট সময় : ০৩:৫৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে চট্টগ্রাম ও সাতক্ষীরায় দু’জন নিহত হয়েছে।
ভোরে চট্টগ্রামের বায়েজিদের মাঝিরঘোনা এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামী এমদাদ হোসেন নিহত হয়েছে। পুলিশ জানায়, কয়েকদিন আগে এমদাদ তার সহোযোগীদের নিয়ে শেরশাহ এলাকায় হামলা চালিয়ে রিপনকে কুপিয়ে হত্যা করে। ভোরে তাকে আটক করতে মাঝিরঘোনা এলাকায় অভিযানের সময় তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। আত্মরক্ষায় পুলিশও পাল্টাগুলি ছুড়লে ক্রসফায়ারে আহত হয় এমদাদ। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, সাতক্ষীরার দামারপোতায় পুলিশের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে জাকির হোসেন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি— হত্যা ও ডাকাতিসহ ১৩ মামলার আসামি। বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার দামারপোতা এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ছুরি জব্দ করা হয়।