পুলিশের উপর হেফাজত কর্মীদের হামলার ঘটনায় মোল্লাহাট থানায় মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
- / ১৮১৯ বার পড়া হয়েছে
বাগেরহাটের মোল্লাহাটে পুলিশের উপর হেফাজত কর্মীদের হামলার ঘটনায় মোল্লাহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের উপর হেফাজত কর্মীদের হামলার ঘটনায় ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত অনেককে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, সোমবার সকালে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতারের প্রতিবাদে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোড়ে মিছিলের প্রস্তুতি কালে হেফাজত কর্মীরা পুলিশের উপর হামলা করে।
























