পুলিশী বাধায় মেডিকেল শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পন্ড

- আপডেট সময় : ০৭:৫৬:২২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
রাজধানীর শাহবাগে পুলিশী বাধায় পন্ড হয়ে গেছে মেডিকেল শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। সেশনজট কমানোসহ ৪ দফা দাবিতে সকালে পূর্ব নির্ধারিত অবস্থান কর্মসূচি পালন করতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের সড়ক থেকে উঠিয়ে দেয়। মেডিকেল শিক্ষর্থীরা বলেন, যৌক্তিক দাবি আদায়ে কর্মসূচি পালন করছেন তারা, তবে পুলিশের আচরণ প্রত্যাশিত নয়। আর পুলিশের দাবি, জনদুর্ভোগ এড়াতে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে।
রোববার রাজধানীর শাহবাগে মেডিলকেল শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে এভাবেই চড়াও হয় পুলিশ। পুলিশের দাবি, গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে জন দুর্ভোগ তৈরী করেছে শিক্ষার্থীরা। অন্যদিকে, শান্তিপূর্ন আন্দোলনে এ ধরনের হামলা কোন ভাবেই কাম্য নয়।
এরআগে অনেকটা শান্তিপূর্ন ভাবেই শাহবাগে চলছিল মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আন্দোলন। এ সময় ঘটনাস্থলে আসেন রমনা বিভাগের এডিসি হারুনুর রশিদ। আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেন তিনি। করোনাকালে সেশনজট মুক্ত মেডিকেল শিক্ষাবর্ষের দাবিতে দীর্ঘ এক মাস ধরে আন্দোলন করে আসছে সরকারি-বেসরকারি, ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহরিয়ার নবীর সঙ্গে দেখা করে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি বাস্তাবায়নের দাবিতে রোববার শাহবাগের মোড়ে জড়ো হন তারা।