পুলিশ বাহিনীতে গুণগত পরিবর্তনের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা : আইজিপি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৯:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
পুলিশ বাহিনীতে গুণগত পরিবর্তনের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কোনো ব্যর্থতা থাকলে তা পুলিশের নিজের বলে মন্তব্য করেছেন আইজিপি ড. বেনজির আহমেদ।
সকালে রমনায় পুনাক কার্যালয়ে বৈশাখী মেলার উদ্বোধনকালে একথা বলেন আইজিপি। তিনি বলেন, পুলিশ বাহিনীতে গুণগত পরিবর্তন হয়েছে। গত ক’বছর অনেক চ্যালেঞ্জ ছিলো, তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে পুলিশ বাহিনী। বেনজির আহমেদ আরও বলেন, বাংলাদেশ সমৃদ্ধ সংস্কৃতির দেশ। এই দেশে সব সম্প্রদায়ের মানুষের একসাথে বসবাসের হাজার বছরের অভিজ্ঞতা রয়েছে। তবে, মাঝে মাঝে ব্যত্যয় হয়। দেশে দীর্ঘদিন গণতন্ত্র ছিল না। এখন আছে বলেও মন্তব্য করেন পুলিশ মহাপরিদর্শক।










