পুরুষের পাশাপাশি নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ব্যাপকভাবে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
- / ১৬১৯ বার পড়া হয়েছে
বর্তমান সরকার পুরুষের পাশাপাশি নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ব্যাপকভাবে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
সকালে মেহেরপুরে মহিলা সংস্থার উদ্যোগে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরো বলেন, ১৫ বছর আগে দেশের যে চিত্র ছিলো, এখন তা আর নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরা।






















