পুনরায় গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন চার জানুয়ারী

- আপডেট সময় : ০১:৫৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
- / ১৬৫২ বার পড়া হয়েছে
স্থগিত ঘোষিত গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচন ৪ জানুয়ারি। সকালে দশম কমিশন সভা শেষে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম এ তথ্য জানান গণমাধ্যমে। নতুন করে প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা।
নির্বাচনে আগের মতোই সিসি ক্যামেরা থাকবে। ইভিএমে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামকে। নতুন কোনো প্রার্থী মনোনয়ন দাখিল করতে পারবে না। আগের প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করবেন। গত ১২ অক্টোবর অনুষ্ঠিত গাইবান্ধা উপনির্বাচনে ব্যাপক অনিয়ম ধরা পড়ায় পুরো নির্বাচন বন্ধ করে দেয় সিইসি। পরে গঠিত তদন্ত কমিটি ৬৮৫ জনের শুনানিতে অনিয়মের প্রমাণ পায় ৫১ কেন্দ্রে। তদন্ত কমিটির সুপারিশে গাইবান্ধার এক অতিরিক্ত জেলা প্রশাসক, ৫ এসআই, নির্বাচন রিটার্নিং কর্মকর্তাসহ ১৩৪ কর্মকর্তার বিরুদ্ধে বরখাস্তসহ বিভিন্ন মেয়াদে শাস্তির সিদ্ধান্ত দেয়া হয়।