পিলখানা ট্র্যাজেডির পুনর্বিচার করলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩২:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
পিলখানা ট্র্যাজেডির পুনর্বিচার করলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর জাতীয় জাদুঘরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
পিলখানা ট্র্যাজেডি নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, পুনর্বিচার করলে এই হত্যাকান্ডের সাথে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তারেক রহমানের জড়িত থাকার তথ্য উঠে আসবে। তাই কেঁচো খুঁড়তে গিয়ে সাপ না বের করার আহ্বান জানান তিনি।পিলখানা ট্র্যাজেডি’র বিচার পৃথিবীর ইতিহাসে নজির সৃষ্টি করেছে বলেও দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এতো বিপুল সংখ্যক অপরাধীর বিচার এতোটা দ্রুততার সাথে পৃথিবীতে আর হয়নি বলেও জানান ওবায়দুল কাদের।