পিরোজপুর ঘটনাই প্রমাণ করে, দেশে বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই: মওদুদ আহমদ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, পিরোজপুর জেলা দায়রা জজ প্রত্যাহারের ঘটনাই প্রমাণ করে, দেশে বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই।
তিনি অভিযোগ করেন, সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে। ঢাকা রিপোটার্স ইউনিটিতে, নাগরিক অধিকার, ন্যায় বিচার ও খালেদা জিয়া’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মওদুদ আহমদ। সভায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণভোটের আহবান জানান জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব।আর নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, বক্তৃতা বাদ দিয়ে বিএনপিকে আন্দোলনে নামতে হবে।