সব রাজনৈতিক দলকে শর্তহীন সংলাপে বসার আহ্বান পিটার হাসের

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
- / ১৭০৫ বার পড়া হয়েছে
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহনমুলক ও গ্রহনযোগ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র।
প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে এ আহবান জানান পিটার হাস। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক হয়।
সকাল সোয়া ১০টার পরে কমিশন কার্যালয়ে পৌঁছান পিটার হাস। গণতন্ত্রে সহিংসতার কোনো জায়গা নেই জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত সব রাজনৈতিক দলকে শর্তহীন সংলাপে বসার আহবান। এদিকে..পরিস্থিতি অনুকুলে থাক বা প্রতিকুলে থাকুক নিধারিত সময়েই নির্বাচন হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।