পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন

- আপডেট সময় : ০২:২১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
করোনায় লিগ বাতিল হলেও পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। দুইয়ে থাকা মার্শেই থেকে ১২ পয়েন্টে এগিয়ে থেকে নবমবারের মতো ঘরোয়া শ্রেষ্ঠত্ব অর্জন করলো ফরাসি জায়ান্টরা।
করোনা সঙ্কট কাটাতে সেম্টেম্বর পর্যন্ত সব ধরণের ক্রীড়া ইভেন্টে নিষেধাজ্ঞা আরোপ করে ফ্রান্স সরকার। বুধবার পার্লামেন্টে আইন পাশ করার পর পর চলতি মৌসুম বাতিল করে লিগ ওয়ান। তবে আগামী মৌসুমের জটিলতা কাটাতে শেষ পর্যন্ত শিরোপা নিষ্পত্তি করেছে লিগ ওয়ান কর্তৃপক্ষ। লিগ স্থগিত হওয়ার আগে ২৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছিলো নেইমার-এমবাপ্পের প্যারিস সেইন্ট জার্মেই। আর এক ম্যাচ বেশি খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিলো অলিম্পিক মার্শেই। তাই পিএসজিকে ২০১৯-২০২০ মৌসুমের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। এবারের শিরোপা নিয়ে টানা তৃতীয়বারের মতো লিগ ওয়ানের মুকুট জয় করলো পিএসজি। আর শেষ ১০ বছরে ৭ম বারের মতো শিরোপা জিতেছে টমাচ টাচেলের দল। এদিকে, চ্যাম্পিয়ন ঘোষণা করা হলেও দল অবনমনের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি লিগ ওয়ান কর্তৃপক্ষ।