পাহাড়ী ঢলে প্রতিদিন পানি বাড়ছে গাইবান্ধার তিস্তা যমুনা ও ব্রহ্মপুত্র নদীতে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
পাহাড়ী ঢলে প্রতিদিন পানি বাড়ছে গাইবান্ধার তিস্তা যমুনা ও ব্রহ্মপুত্র নদীতে।
এতে নদী তীরের ঘরবাড়ি তলিয়ে যেতে শুরু করেছে। বর্তমানে নদীর পানি বিপদ সীমার ছুই ছুই করছে। এদিকে পানি বৃদ্ধি ফলে নিম্ন অঞ্জলের চাষ করা শাক সবজি, পাট নানা ফসল ডুবে গেছে।
এদিক, টানা কয়েকদিন সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধির পর এখন আবার কমতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ০১ সেন্টিমিটার কমে বিপদ সীমার ৬০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে, যমুনায় পানি কমতে শুরু করলেও ইতিমধ্যে জেলার ৬টি উপজেলার ২৫টি ইউনিয়নের শতশত এলাকা প্লাবিত হয়ে ফসলীজমি,রাস্তাঘাট তলিয়ে গেছে এবং ঘরবাড়ীতে পানি উঠেছে।
















