পাস হওয়া নির্বাচন কমিশন আইন বিলের গেজেট প্রকাশ করা হয়েছে আজ

- আপডেট সময় : ০২:২৪:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
পাস হওয়া নির্বাচন কমিশন আইন বিলের গেজেট প্রকাশ করা হয়েছে আজ। আপিল বিভাগের একজন বিচারকের নেতৃত্বে ছয় সদস্যের এই অনুসন্ধান কমিটি হবে। শনিবার এই বিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এখন অপেক্ষা সার্চ কমিটির ঘোষণাও গেজেট প্রকাশের আশায়। প্রস্তাবিত বিলের বিধি অনুযায়ী, যোগ্যতাসম্পন্ন ব্যক্তির নাম সুপারিশের জন্য ছয় সদস্যের সার্চ কমিটি গঠনের বিধানের প্রস্তাব রয়েছে। সার্চ কমিটি বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের কাছে এ বিষয়ে নামের সুপারিশ আহ্বান করবেন। কমিটি আইনে বর্ণিত যোগ্যতা বিবেচনা করে ১০ জনের নাম প্রস্তাব করবেন। ১০ জনের মধ্য থেকেই পাঁচজনকে নিয়ে রাষ্ট্রপতি গঠন করবেন নতুন নির্বাচন কমিশন। সংবিধানের ১১৮’র ১ এর অনুচ্ছেদ অনুযায়ী গত রোববার জাতীয় সংসদে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ পাশের জন্য উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয় বহুল আলোচিত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২।