পাল্লেকেলেতে ড্র হলো বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার প্রথম টেস্ট
- আপডেট সময় : ০৮:৪৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
পাল্লেকেলেতে নিরুত্তাপভাবেই ড্র হলো বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ। পঞ্চম দিনে বৃষ্টির হানায় এক সেশন বাকি থাকতেই ম্যাচ ড্র ঘোষণা করা হয়। বৃষ্টি না থামায় ড্র মেনে নিয়েছেন দুই দলের অধিনায়ক।
১০৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যর্থ সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে মেজাজে খেলেছেন তামিম ইকবাল। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে টাইগারদের সংগ্রহ ছিল ২ উইকেটে ১০০ রান। তামিম অপরাজিত ছিলেন ৭৪ রানে। মুমিনুলের অবদান ২৩ রান। এর আগে, ৩ উইকেটে ৫১২ রান নিয়ে শেষদিন শুরু করে লঙ্কানরা। ধনঞ্জয় ডি সিলভাকে ফিরিয়ে দিনের প্রথম ব্রেক থ্রু আনেন তাসকিন। ১৬৬ রান করেন ধনঞ্জয়। ভাঙে ৩৪৫ রানের জুটি। এরপর ডাবল সেঞ্চুরিয়ান- দিমুথ করুণারত্নেও টিকতে পারেননি। তাসকিনের বলে পুল করতে গিয়ে শান্তর হাতে ক্যাচ তুলে দেন লঙ্কান অধিনায়ক। ২৪৪ রান করেন তিনি। পরে নিশাঙ্কা, ডিকভেলা, হাসারেঙ্গা ডি সিলভাও ফিরে যান দ্রুত। ৮ উইকেটে ৬৪৮ রানে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫৪১ রানে ইনিংস ঘোষণা করেছিলো বাংলাদেশ।
























