পাল্টাপাল্টি অভিযোগে চলছে বরিশাল সিটি করপোরেশনের ভোট গ্রহন

- আপডেট সময় : ০১:০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
পাল্টাপাল্টি অভিযোগে চলছে বরিশাল সিটি করপোরেশনের ভোট গ্রহন। সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ইভিএমে ভোট গ্রহন শুরু হয়। বিভিন্ন কেন্দ্রে কিছু বিশৃঙ্খলার ঘটনা ঘটলেও জয়ে ব্যাপারে আসাবাদি নৌকার প্রার্থী খোকন সেরনিয়বাত। ভোট সুষ্ঠু না হলে আন্দোলনের হুসিয়ারী ইসলামী আন্দোলনের প্রার্থী সৈযদ মুফতি রেজাউল করিমের। আর জাতীয় পার্টির প্রার্থীর অভিযোগ ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দিচ্ছেনা ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রথমবারের মতো সব কেন্দ্রে ইভিএম মেশিনে শান্তিপূর্ণ পরিবেশে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। সকাল ৮ টা থেকে নগরের ৩০টি ওয়ার্ডের ১২৬টি কেন্দ্রের ৮৯৪ টি বুথে চলছে যোগ্য নগরপিতা বাছাইয়ের প্রক্রিয়া।
ইভিএমে ভোট দিয়ে খুশি ভোটাররা। তবে অনেকে ভোট দিতে পারেননি বলেও অভিযোগ করেন। এছাড়া কেন্দ্রে জোর পুর্বক বহিরাগতদের ভোট দেয়ারও অভিযোগ করেন অনেকে।
নিজ কেন্দ্রে ভোট দিয়ে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস ভোটারদের ফিরিয়ে দেয়া এবং ইভিএমের জটিলতার কথা জানান।
বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান রুপন ভোট দেন। ভোটের ফলাফল পরিবর্তনের আশঙ্কা করেন তিনি।
এদিকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট দেন ভোট দিয়ে হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, সুষ্ঠু না হ লে ভো টের ফলাফল মেনে নেয়া হবে না।
বরিশাল কলেজ কেন্দ্রে নিজ ভোটাধিকার প্রয়োগ করে নৌকা প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাদ বলেন, কিছু কেন্দ্রে বিশৃঙ্খলার বিষয়ে প্রসাশনকে ব্যবস্থা নেয়ার আহবান জানানো হয়েছে।
বরিশাল সিটিতে ৩০ ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ১১৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের ৪২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় করছেন। নগরীর ৩০টি ওয়ার্ডে মোট কেন্দ্রের সংখ্যা ১২৬টি। এর মধ্যে ১০৬টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পুরো সিটিতে সাড়ে ৪ হাজার আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।