পার্বত্য অঞ্চল হানাহানি ও রক্তপাত চায় না বর্তমান সরকার : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
- / ১৭৭৪ বার পড়া হয়েছে
পার্বত্য অঞ্চল হানাহানি ও রক্তপাত চায় না বর্তমান সরকার, জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দুপুরে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সম্মেলনে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির প্রতিটি শর্ত ও ওয়াদা অক্ষরে অক্ষরে পূরণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি। রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট মাঠে জেলা আওয়ামী লীগ সভাপতি দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি’র নেতাকর্মীরা যদি তাদের আচরণ ভাল না করেন তবে তাদের আর ছাড় দেয়া হবে না। তাদেরকে রাজপথেই মোকাবিলার হুশিয়ারি দেন হানিফ।


















