পাবনায় এক গৃহবধুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
পাবনার টেবুনিয়া ফলিয়া গ্রামে হামিদা খাতুন নামের এক গৃহবধুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
নিহতের ভাই হামিদুল ইসলাম জানান, তেজেম মোল্লা পরকীয়ায় জড়িয়ে পরেন। স্ত্রী হামিদা এর প্রতিবাদ করে। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। এরই জেরধরে মঙ্গলবার ভোররাতে হামিদা খাতুন কে কুপিয়ে হত্যা করে তার স্বামী। হত্যার পর তার এক হাত ও দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর থেকে স্বামী তেজেম মোল্লা পলাতক রয়েছে।