পাবনার বেড়া পৌরসভা মেয়র আব্দুল বাতেনকে আসামী করে মামলা

- আপডেট সময় : ০৪:৪৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
পাবনার বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকীকে লাঞ্ছিত করার ঘটনায় বেড়া পৌরসভার সময়িক বরখাস্ত হওয়া মেয়র আব্দুল বাতেনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে। গেলরাতে ইউএনও আসিফ আনাম সিদ্দিকী নিজে বাদী হয়ে বেড়া মডেল থানায় মামলাটি দায়ের করেন।
বেড়া থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারী কাজে বাধা প্রদান, হুমকি এবং ইউএনও আসিফ আনাম সিদ্দিকীকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় পেনাল কোড ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলায় ঘটনার দিনে উপস্থিত তিনজন জনপ্রতিনিধিকে সাক্ষী করা হয়েছে। গত সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাসিক সমন্বয় সভা চলাকালে মেয়র আব্দুল বাতেনের বিরুদ্ধে ইউএনও আসিফ আনাম সিদ্দিকীকে লাঞ্ছিত এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখানোর অভিযোগ ওঠে। এর ভিত্তিতে স্থানীয় সরকার বিভাগ মঙ্গলবার তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে।