পাবনার চাটমোহরে সনদ দেখাতে না পারায় এক চক্ষু চিকিৎসককে জরিমানা

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
পাবনার চাটমোহরে সনদ দেখাতে না পারায় আলমগীর হোসেন নামের এক চক্ষু চিকিৎসককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সুত্র জানায়, গেলরাতে চাটমোহর উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকার চক্ষু চিকিৎসক আলমগীর হোসেনের চেম্বারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় মেডিক্যাল পাশ না করে ব্যবস্থাপত্র লেখা ও অনুমোদনহীন ঔষধ সংরক্ষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।