পাবনার ঈশ্বরদী থেকে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদী থেকে অস্ত্র ও গুলিসহ শিশির আলী ও মারুফ ইসলাম নামের দুই যুবককে আটক করেছে রেব-১২ পাবনা ক্যাম্পের একটি দল।
রেব জানায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে রেবের একটি দল ঈশ্বরদী উপজেলার মানিকনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী রিভালবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রেবের দাবি আটককৃতরা অস্ত্র ও গুলি নিজেদের হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল।
























