পাবনা জেলা জামায়াতের আমীরসহ ৫ নেতা আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৪:০৭ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৯২ বার পড়া হয়েছে
পাবনা জেলা জামায়াতের আমীরসহ ৫ নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশের অভিযোগ, তারা সরকারবিরোধী নাশকতার প্রস্তুতি নিতে একত্রিত হয়েছিলো।
শহরের বাস টার্মিনাল এলাকার দারুল আমান ট্রাস্ট ক্যাম্পাসে জামায়াত নেতারা গোপন বৈঠক করেন। গতকাল সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, নায়েবে আমীর ও আটঘরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম খাঁন, নায়েবে আমীর অধ্যাপক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা আব্দুস শাকুর ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক রেজাউল করিমকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে সরকার বিরোধী লিফলেট, বইসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।