পাবনা ও নড়াইলে জমে উঠেছে পশু বেচা-কেনার হাট

- আপডেট সময় : ০৫:০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
পাবনা ও নড়াইলে জমে উঠেছে পশু বেচা-কেনার হাট। তবে, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে । বিধিনিষেধ মানাতে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। দুই জেলাতেই চাহিদার চেয়ে অনেক বেশি গরু রয়েছে বলে জানিয়েছেন খামারি এবং ব্যবসায়ীরা।
কোরবানীর ঈদে দেশে গরুর চাহিদার অনেকটাই পূরণ করে পাবনার খামারিরা। করোনা সংক্রমণের মুখে এবার অল্প কয়েকদিনের জন্য জেলায় পশুর হাট বসেছে। তবে, দাম বেশি হওয়ায় গরু না কিনেই ফেরত যাচ্ছে অনেকে। হাট ব্যবস্থাপনা নিয়েও অভিযোগ করছে ক্রেতারা। বিক্রেতারা বলছে, কাঙ্খিত দাম পাচ্ছেনা তারা।
স্বাস্থ্যবিধি মানা হচ্ছে বলে দাবি করছে পুলিশ ও হাট ইজারাদার।
অনলাইনে গবাদি পশু কেনা-বেচার জন্য প্রতিটি উপজেলায় মাঠ কর্মীরা কাজ করছে বলে জানায় প্রাণিসম্পদ বিভাগ।
জেলায় প্রায় তিন লক্ষাধিক গবাদি পশু কোরবানীর জন্য প্রস্তত করা হয়েছে।
নড়াইলে ১২টি পশুর হাট বসেছে। হাটে দেখে-শুনে পশু কিনতে পেরে খুশি ক্রেতারা। তবে, গরুর দাম একটু বেশি বলে মনে করেন তারা।
করোনাকালে কাঙ্খিত দাম পাচ্ছেন না বলে জানান, গরু বিক্রেতারা।
প্রচারণা ও ভ্রাম্যমান আদালত দিয়েও পরিস্থিতি সামাল দেয়া কষ্টকর হচ্ছে বলে জানান, জেলা প্রশাসক।
জেলায় কোরবানীর জন্য গরু প্রস্তুত রয়েছে প্রায় ২১ হাজার। স্থানীয় চাহিদা রয়েছে ১৫ হাজার ৭২টি।