পাবনা ও টাঙ্গাইলে যুবদল নেতাসহ দুইজনের মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০১:৪৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
পাবনা ও টাঙ্গাইলে যুবদল নেতাসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজের ৫দিন পর পাবনার আটঘরিয়া থেকে শাজাহান আলী নামের যুবদল নেতার গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধায় আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের বড় ভাই ফরিদুল ইসলাম জানান, গেল ৩১ মার্চ সন্ধ্যায় নিজের ফটোস্ট্যাট দোকান থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যান যুবদল নেতা শাজাহান আলী। তারপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।
এদিকে, টাঙ্গাইলের কালিহাতীতে সেপটিক ট্যাংক থেকে চাঁন মিয়া নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে এলেঙ্গা পৌর এলাকার বাঁশি গ্রামের নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন চান মিয়া। এ ঘটনায় কালিহাতী থানায় স্বজনরা একটি অভিযোগ করেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও এক যুবককে আটক করেছে পুলিশ।