পাপুলের এমপি পদের বৈধতার বিষয়ে জারি করা রুলের শুনানির আগামী ২২ ফেব্রুয়ারি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর-২ আসনের শহীদ ইসলাম পাপুলের এমপি পদের বৈধতার বিষয়ে জারি করা রুলের শুনানির আগামী ২২ ফেব্রুয়ারি।
সোমবার বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুর এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন। নির্বাচনী হলফ নামায় মিথ্যা তথ্য ও শিক্ষাগত যোগ্যতার জাল সনদ দাখিল করলে পাপুলের বিরুদ্ধে রিট করনে একই আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ ভূঁইয়া। রিটে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, সংসদ সচিবালয়ের সচিব, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে বিবাদী করা হয়।























