পানির জন্য নগরবাসীর হাহাকার : ওয়াসার পানিতে দুর্গন্ধ
- আপডেট সময় : ০৮:৫০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
- / ১৬১৪ বার পড়া হয়েছে
রাজধানীর বিভিন্ন এলাকায় পানির জন্য চলছে নগরবাসীর হাহাকার। একদিকে ওয়াসার পানির সংকট অন্যদিকে কিছু এলাকায় ওয়াসার পানি মিললেও তাতে দুর্গন্ধ। ওযু, গোসলসহ সুপেয় খাবার পানি পাওয়া যাচ্ছে না। কিন্তু ওয়াসার গাড়িতে টাকা দিলেই মিলছে পানি। আবার সেখানেও গুণতে হচ্ছে বাড়তি টাকা। রোজায় এই ভোগান্তি চরমে পৌঁছেছে।
একদিকে তীব্র গরম, অন্যদিকে চলছে রমজান মাস। সব মিলিয়ে যখন নগরবাসীর প্রয়োজন পানির; তখনই চারদিকে পানির জন্য হাহাকার। চাহিদা অনুযায়ী নগরে মিলছে না পানি।
পানির তীব্র সংকট রাজধানীর বাসাবো, গোড়ান, মুগদা, বাড্ডা, শাহজাদপুর, ভাটারা ও উত্তরাসহ বিভিন্ন এলাকায়।
এসব এলাকার অধিবাসীরা বলছেন, দৈনিক প্রয়োজনীয় পানি মিলছে না। অনেক এলাকায় ওয়াসার পানি থাকলেও, তাতে উৎকট দূর্গন্ধ।
লাইনে পানি না পেলেও টাকার বিনিময়ে সহজেই মিলছে ঢাকা ওয়াসার পানি। তবে এক্ষেত্রে গুণতে হচ্ছে বাড়তি টাকা।
গ্রীষ্মকালে পানির স্তর নিচে নেমে যায় বলেই অনেক এলাকায় কিছুটা পানির সমস্যা দেখা যায় বলে দাবি ওয়াসা কর্তৃপক্ষ। আর পাইপে ছিদ্র থাকার কারণেই দুর্গন্ধযুক্ত পানি আসে।
দুর্গন্ধ ও ময়লা যুক্ত পানি পান করে নগরীর অনেক এলাকার মানুষ ডায়রিয়াসহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। একারণে দ্রুত পানির সরবরাহের পাশাপাশি গুণগত মান রক্ষার দাবি জানান নগরবাসী।










