পানিতে ডুবে কুমিল্লা, নেত্রকোনা ও ঝিনাইদহে ৫ শিশুর মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫১:০০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
পানিতে ডুবে কুমিল্লা, নেত্রকোনা ও ঝিনাইদহে ৫ শিশুর মৃত্যু হয়েছে।
কুমিল্লার তিতাস উপজেলার রসুলপুর গ্রামে গোমতী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় ফাতেমা আক্তার ও মনিজা আক্তার। নিখোঁজের একদিন পর আজ ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরীদল।
নেত্রকোনার দুর্গাপুরে দুপুরে একই পরিবারের দুই শিশুকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করা হয়।নিহতরা হচ্ছে, উপজেলার চক লেঙ্গুরা গ্রামের আব্দুল মজিদের কন্যা নাইমা খাতুন এবং আব্দুর রহমানের কন্যা সানজিদা আক্তার।
ঝিনাইদহে পানিতে ডুবে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে সদর উপজেলার গোপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুপুরে ওই গ্রামের তারিক হোসেনের ৪ বছরের ছেলে তুয়াম খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়।