পানি বাড়া-কমার সাথে সাথে তীব্র হয়ে উঠছে কুড়িগ্রামে নদ-নদীর ভাঙ্গন

- আপডেট সময় : ০১:৩৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
পানি বাড়া-কমার সাথে সাথে তীব্র হয়ে উঠছে কুড়িগ্রামে নদ-নদীর ভাঙ্গন। নদী গর্ভে বিলীন হয়ে গেছে শত শত ঘর-বাড়ি, ফসলী জমি, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা। মানবেতর জীবন কাটছে ভাঙ্গনের শিকার পরিবারগুলোর। জরুরি ভিত্তিতে বালুর বস্তা ফেলে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ সবগুলো নদ-নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হওয়ায় ভাঙ্গন প্রবল হয়ে উঠছে। গত দুই সপ্তাহের ভাঙ্গনে সদর, ফুলবাড়ি, রাজারহাট উলিপুর, নাগেশ্বরী, রৌমারী ও রাজিবপুর উপজেলার অন্তত: ২০টি স্থানে ভাঙ্গন অব্যাহত রয়েছে। হুমকিতে পড়েছে হাজার হাজার ঘর-বাড়ি, ফসলি জমিসহ সরকারি-বেসরকারি বহু স্থাপনা।
ভাঙ্গনের শিকার পরিবারগুলো খুঁজে পাচ্ছেনা মাথা গোজার ঠাঁই। মিলছে না কোনো সহযোগিতাও। ভাঙ্গনের হুমকিতে থাকা পরিবারগুলোর দিন-রাত কাটছে মহা দুশ্চিন্তায়। ভাঙ্গন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে কাজ করছে, পানি উন্নয়ন বোর্ড। ভাঙ্গনরোধে দীর্ঘ মেয়াদী পরিকল্পনার কথা জানান, স্থানীয় সংসদ সদস্য। শুধু আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপ দেখতে চায় নদী পাড়ের মানুষ।