পাঠ্যক্রমে ধর্ম শিক্ষা বাদ দেয়ার কোনো পরিকল্পনা নেই সরকারের : শিক্ষামন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
ধর্মশিক্ষা বাদ দেয়া বা সংকুচিত করার কোনো পরিকল্পনা নেই সরকারের। বরং নৈতিক শিক্ষার পরিধি বাড়ানোর কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এভারেস্ট জয়ী পর্বতারোহী নিশাত মজুমদারের মানাসলু পর্বত অভিযানের পতাকা প্রদান অনুষ্ঠানে এ কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, নারীদের পর্বত অভিযানের সাথে দুঃসাহসিক আরও পদক্ষেপে সহায়তা করতে সরকারি-বেসরকারি পর্যায় থেকে এগিয়ে আসা উচিত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন রাজনৈতিক মহল ধর্ম শিক্ষা বাদ দেয়ার গুজব ছড়াচ্ছে। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান ডা. দীপু মনি।