পাঠানটুলিতে নির্বাচনী সহিংসতায় জড়িতদের গ্রেফতারের দাবি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
- / ১৬১১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে আওয়ামী লীগের সমর্থকরা সহিংসতা শুরু করেছে। এরই ধারাবাহিকতায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন।
সকালে নগরীর বারিক বিল্ডিং এলাকা থেকে প্রচারণায়–এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, নির্বাচনকে বানচাল করতেই আওয়ামী লীগ নেতাকর্মীরা এখন বেপোরোয়া হয়ে উঠছে। নির্বাচনের আগেই তাদের গ্রেফতারের দাবি জানান তিনি। নির্বাচন কমিশন আর প্রশাসনের নির্লিপ্ততাকে দোষারোপ করেন তিনি। এদিকে পাঠানটুলিতে নির্বাচনী সহিংসতায় জড়িতদের গ্রেফতারের দাবিতে নির্বাচন কমিশনকে আরো কঠোর হওয়ার আহবান জানান আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। দুপুরে বহদ্দারহাট এলাকা থেকে প্রচারণায় নেমে এসব কথা বলেন তিনি।
























